ক্যাগ (CAG) রিপোর্ট নিয়ে আলোচনার জন্য মুলতুবি প্রস্তাব জমা দিল বিজেপি (BJP)। ক্যাগ রিপোর্ট নিয়ে আলোচনা সম্ভব নয়, জানিয়ে দিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Speaker Biman Banerjee)। কেন এই বিষয় নিয়ে আলোচনা করতে পারব না? অধ্যক্ষকে প্রশ্ন শুভেন্দু অধিকারীর। বিষয়টি নিয়ে এখন বিধানসভায় আলোচনার কোন প্রয়োজন নেই, উত্তরে জানান স্পিকার। এরপরই বিধানসভায় বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি বিধায়করা। 'লোকসভায় ১৪৬ জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছিল'। আমরা আপনাদের সাসপেন্ড করব না, চিৎকার করুন, মন্তব্য স্পিকারের।