হুগলির বিজেপি (BJP MP) সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের (Locket Chatterjee) দক্ষিণেশ্বরের বাড়িতে ভাইফোঁটার (Bhai Dooj) আয়োজন। তিন দাদাকে ফোঁটা দিলেন লকেট। গতকাল প্রতিপদে পার্টি অফিসে দলীয় কর্মীদের ফোঁটা দিয়েছেন বলেও জানালেন হুগলির বিজেপি সাংসদ।