সম্প্রতি মুর্শিদাবাদের বেলডাঙায় হুমায়ুন কবীর বাবরি মসজিদের শিলান্যাস করেছেন। বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য সেই প্রসঙ্গে আক্রমণ শানিয়ে বলেন, 'এটাই কি পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ? উপাসনা পদ্ধতি নিয়ে কি প্রতিযোগিতা চলবে? এটা বিজেপির কাছে কাম্য নয়। কেউ যদি এখানে বাবরি মসজিদ তৈরি করতে চায় এবং তাতে সফলও হয়, পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে, তৃণমূল সরকারকে তাঁরা বিসর্জন দেবেন। যদি তৃণমূল কংগ্রেসের অনুপ্রেরণা না থাকত, তা হলে হুমায়ুন কবীর হিন্দুদের বিরুদ্ধে কেটে ফেলার বিবৃতি দেওয়ার পরেই সাসপেন্ডেড হয়ে যেত।'