BJP News: দুর্গাপুজো মিটতেই পশ্চিমবঙ্গে বেজে গেল SIR-ডঙ্কা। বিহারের পর এবার এরাজ্যেও প্রস্তুতি বৈঠকে বসতে চলেছে নির্বাচন কমিশন। আগামী মঙ্গলবারই কলকাতায় আসছেন ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী। আসছেন নির্বাচন কমিশনের IT ECI সীমা খান্না। পরদিন, অর্থাৎ বুধবার সকাল ১০টায় হবে বৈঠক।