BJP News: নাগরাকাটায় বিজেপি সাংসদ ও বিধায়কের ওপর হামলার ঘটনায় গ্রেফতার আরও ২। এই নিয়ে হামলার ঘটনায় গ্রেফতারের সংখ্যা বেড়ে ৪। নাগরাকাটা থেকে এর আগে ২ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। যদিও FIR-এ নাম ছিল না ধৃত একরামুল হক ও গোবিন্দ শর্মার। পরের বার যে ২ জনকে গ্রেফতার করা হয়েছে, তাদেরও নাম নেই FIR-এ!। FIR-এ নাম থাকা ৮ জন এখনও অধরা। 'TMC-র সঙ্গে কথা বলে গ্রেফতার হয়েছে, FIR এ কারও নাম নেই', বললেন শুভেন্দু।