Suvendu Adhikari: দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে 'গণধর্ষণ', গ্রেফতার ৩, আটক ১ । ধৃত ৩ জনের ১০ দিনের পুলিশ হেফাজত । আজ দুর্গাপুরে যাচ্ছে ওড়িশার মহিলা কমিশন । চেয়ারপার্সন শোভনা মহান্তির নেতৃত্বে আসছে ওড়িশা মহিলা কমিশন । নির্যাতিতার সঙ্গে কথা বলতে কথা বলবেন কমিশনের প্রতিনিধিরা । আজ দুর্গাপুরে যাচ্ছেন শুভেন্দু অধিকারী, হাসপাতালে গিয়ে নির্যাতিতার সঙ্গে দেখা করার কথা।