কলকাতায় শেষ হল বিজেপির অমৃত কলস যাত্রা। কলেজ স্কোয়ার থেকে শুরু হয়ে ধর্মতলার ওয়াই চ্যানেলে শেষ হল মিছিল। ছিলেন সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, রাহুল সিন্হারা। ধর্মতলার ওয়াই চ্যানেলে শেষ হল এই ‘আমার মাটি আমার দেশ’ কর্মসূচি। বিভিন্ন ব্লক থেকে মাটি সংগ্রহ করেছে বিজেপি। এই মাটি নিয়ে বিভিন্ন ব্লকের নেতা, কর্মীরা আজই দিল্লি রওনা দিচ্ছেন। গেরুয়া শিবিরের দাবি, দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংগ্রহ করে আনা মাটি দিয়েই তৈরি হবে দিল্লির ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালের অমৃত উদ্যান।