বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। ৩৫টি আসনে জেতার লক্ষ্যমাত্রা বেধে দিয়ে গেছেন অমিত শাহ। এই পরিস্থিতিতে উৎসব শেষে ফের রাস্তায় নামতে তৎপর বঙ্গ বিজেপি। আজ সল্টলেকে কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনশলের উপস্থিতিতে হয় রাজ্য কোর কমিটির বৈঠক। সেখানে লোকসভা কেন্দ্র ধরে ধরে হয় আলোচনা। স্থানীয় কোন কোনও ইস্যুকে সামনে রেখে আন্দোলনে নামবে দল, তার পরিকল্পনা করা হয়েছে। বৈঠকের উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সাংসদ দিলীপ ঘোষ-সহ কোর কমিটির সদস্যরা। কাল ফের বসবে বৈঠক।