পুলিশ দলদাসের মতো কাজ করছে, ২ মমতা মিলে শান্তনু ঠাকুরের বাড়িতে দুষ্কৃতী পাঠিয়ে হেনস্থা করার চেষ্টা করছে। CAA আইন যখন পাশ হল, মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেছিলেন আপনারা কেউ CAA অ্যাপ্লাই করবেন না।কারো নাম যদি বাদ যায় সঠিক সময় CAA না করায় তাদের তো দোষ নয়, দোষ মমতা বন্দ্যোপাধ্যায়ের , মন্তব্য সুকান্ত মজুমদারের।