এনুমারেশন ফর্ম জমা দেওয়ার শেষ দিন রাজ্যের বিরোধী দল বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, 'আমরা ভোটার লিস্টের শুদ্ধিকরণ চাই। কবর থেকে উঠে এসে যারা ভোটার লিস্টে ঢুকেছিল, তারা যেন বেরিয়ে যায়, ভুয়ো ভোটার বাদ যাক। যাদের ফর্ম ফিল আপ দেখে বোঝা যাচ্ছে ভাই-বোনের মধ্যে বিয়ে হয়ে গিয়েছে, তারা বাদ যাক। সামগ্রিকভাবে অনুপ্রবেশকারী, রোহিঙ্গাদের বাদ দিয়ে পশ্চিমবঙ্গের মানুষ একটা বিশুদ্ধ ভোটার লিস্ট পাক। এতে গণতান্ত্রিক ব্যবস্থা শক্তিশালী হবে, সুরক্ষিত হবে। ভারতবর্ষের আভ্যন্তরীণ নিরাপত্তা, যার সঙ্গে আপোস হচ্ছে সেই জায়গা থেকে আমরা বেরিয়ে আসতে পারব। আমার মনে হয় এ নিয়ে কোনও রাজনীতি করা উচিত নয়।'