ব্রিগেডে রবিবার, ৭ ডিসেম্বর হওয়া ৫ লক্ষ কণ্ঠে গীতাপাঠের অনুষ্ঠানে হাজির ছিলেন বাগেশ্বর ধামের প্রধান পুরোহিত ধীরেন্দ্র শাস্ত্রী। এই অনুষ্ঠান সম্পর্কে তাঁর প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি সংবাদমাধ্যমের সামনে বলেন, 'রাম কৃষ্ণ হরে হরে, গীতাপাঠ ঘরে ঘরে। একটা অভূতপূর্ব আয়োজন দেখলাম। লক্ষ লক্ষ মানুষ এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। কলকাতার প্রতিটি কোণায় আজ যেন সনাতন ধর্মের শঙ্খনাদ হয়েছে।'