বিধাননগর পুরসভার তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী (Debraj Chakraborty)এর বাড়িতে ইতিমধ্যেই তল্লাশি চালিয়েছে সিবিআই। আর এবার নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) নিয়ে প্রতিক্রিয়া দিলেন দেবরাজ চক্রবর্তী (Debraj Chakraborty)। তিনি বলেছেন, একজন পৌর প্রতিনিধির বাড়িতে কারও কারও বায়োডাটা পাওয়া, কয়েকটা অ্যাডমিট কার্ড (Admit Card) পাওয়া, এটা প্রমাণ করে না যে, সে নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত। কিংবা কোনও একটা ট্রান্সফারের রেকোমেন্টডেশন পাওয়া মানে এটায় যুক্ত প্রমাণ করে না। যে কোনও তদন্তের বিষয়ে আমি প্রস্তুত। তাঁর যদি কোনও তদন্তের জন্য আমাকে ডাকে, এবং এই তদন্তে পুরো সহযোগিতা করা, একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে সেটা আমার কাজ, সেটা আমি করব।'