বাগবাজার সর্বজনীনের (Bagbazar Sarbajanin) পুজো (Durga Puja) ১০৫ বছরে পা দিল। সাবেকিয়ানার সঙ্গে এখানে ঐতিহ্যের মেলবন্ধন। সকাল থেকে নবমীর পুজো শুরু হয়েছে। পুজো দেখতে অনেকেই ভিড় করেছেন। নবমীর দিন হোমযজ্ঞ হয়। ওড়ানো হয় জয়পতাকা। মানুষকে সবরকম প্রতিকূলতা থেকে রক্ষা করছেন মা দুর্গা। তাই দেবী মাকে সম্মান জানাতেই ওড়ানো হয় জয়পতাকা।