পদ্ম ছেড়ে পার্নো মিত্রর ঘাসফুলে যোগ দেওয়ার পর রাজ্যের মন্ত্রী তথা চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, 'মানুষের জন্য যে কাজ, মানুষের পাশে থাকার কাজ, একজন নাগরিক হিসেবে যেটা কাজ, কর্তব্য তা নিয়ে সচেতন পার্নো। মহিলা হয়ে পার্নো নিজের স্বক্ষেত্রে যেমন যুক্ত, তেমন তৃণমূলে যোগ দিল আজ। তাঁর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি।'