পুজোর মুখে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য় চার শতাংশ DA বাড়াল মোদি সরকার। ফলে কেন্দ্রের সঙ্গে এরাজ্য়ের সরকারি কর্মচারীদের DA-র ফারাক বেড়ে হল চল্লিশ শতাংশ। DA-র বিষয়টি মুখ্যমন্ত্রী খতিয়ে দেখছেন, প্রতিক্রিয়া কুণালের।