'মুখ্যমন্ত্রীর চটির তলায় যে সততার প্রতীক লিখত, সেটা লিখতে পারছে না। ভয় হচ্ছে বুকে। ক্যাবিনেটের চিফ কে ? মুখ্যমন্ত্রী। তাঁর নীচে থাকা মন্ত্রীরা, ডানদিকে একজন-বাঁদিকে একজন...দু'জন বড় মন্ত্রী জেলে। এটা কী বাংলার ভাল ছবি ?' তীব্র আক্রমণ কংগ্রেস নেতা সৌম্য আইচ রায়ের।