দক্ষিণ ২৪ পরগনার পাশাপাশি, অতি শক্তিশালী ঘূর্ণিঝড় রেমালের প্রভাব পড়তে শুরু করেছে সুন্দরবন লাগোয়া উত্তর ২৪ পরগনা জেলাতেও। হিঙ্গলগঞ্জের লেবুখালিতে ইছামতী নদীতে সকাল থেকেই জলোচ্ছ্বাস দেখা দিয়েছে। প্রবল বেগে বইছে পুবালি হাওয়া। নদীতে জলস্তর বেড়ে চলায় সকাল সাড়ে ১১টায় বন্ধ হয়ে যায় ভেসেল পরিষেবা। শেষ ভেসেল ধরতে হুড়োহুড়ি পড়ে যায় যাত্রীদের মধ্যে। নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের ফ্লাড সেন্টারে আশ্রয় নিতে বলে মাইকে প্রচার করছে NDRF। হিঙ্গলগঞ্জের লেবুখালির উল্টোদিকে সুন্দরবনের যোগেশগঞ্জ। এরপর হেমনগর, জিরো পয়েন্ট সামশেরনগর, সেখানে রায়মঙ্গল নদীতে আন্তর্জাতিক জলসীমানা। তার ডানদিকে হ্যামিলটন দ্বীপ। এই এলাকা দিয়েই ঘূর্ণিঝড় রেমালের বয়ে যাওয়ার সম্ভাবনা।