Supreme Court DA Case: 'রাজ্য সরকারের একটাই কাঁদুনি ছিল সুপ্রিম কোর্টে (Supreme Court)-র কাছে যে, আমাদের টাকা নেই। আমাদের বক্তব্য, যেটা আইনত প্রাপ্য,সেই টাকা নেই ,সেটা কখনও যুক্তি হতে পারে না। সেই জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে যখন বারবার ঘ্যান ঘ্যান করছিল, তখন সুপ্রিম কোর্ট বললেন, এই মামলা আমরা খারিজ করে দিতাম। কিন্তু আমরা খারিজ করছি না। যেহেতু এটা ইন্টারিম স্টেজে আছে আমরা ফাইনালি শুনব। রাজ্য সরকারকে কটাক্ষ করে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য(Bikash Bhattacharjee) আরও বলেন, সরকারের কোমর অনেকদিন আগেই ভেঙে গেছে'। ABP Ananda LIVE