গোর্খাল্যান্ড নামে সেতুর উদ্বোধন হতেই গ্লেনারিজ বারে তালা। তিন মাসের জন্য এই বার বন্ধ রাখতে হবে। এমনই নোটিস পাঠিয়েছে আবগারি দফতর। যার ফলে দার্জিলিংয়ে বন্ধ হয়ে গেল ঐতিহাসিক গ্লেনারিজ। আইন ভঙ্গের অভিযোগে ৯০ দিনের জন্য গ্লেনারিজ বার সিল করল আবগারি দফতর। বড়দিনের আগে এভাবে গ্লেনারিজ বার সিল করার নেপথ্যে রাজনৈতিক প্রতিহিংসা রয়েছে বলে দাবি মালিক অজয় এডওয়ার্ডের। এর ফলে স্বাভাবিকভাবেই বড়সড় আর্থিক ক্ষতি হতে চলেছে গ্লেনারিজের সঙ্গে যুক্ত সকলের।