'তৃণমূল কংগ্রেসের (TMC) বিরুদ্ধে সারদা, নারদা-সহ কোনও দুর্নীতিই প্রমাণিত নয়', দাবি জানিয়ে বামেদের বিদ্ধ করলেন তৃণমূলের যুব নেতা দেবাংশু ভট্টাচার্য (Debanshu Bhattacharya)। বাংলার মাটিতে প্রথম কোটি কোটি উদ্ধার দেখতে পাই, সিপিএম পরিচালিত বালি পৌরসভার সাব অ্য়াসিট্যান্ট ইঞ্জিনিয়ারের বাড়ি থেকে। ২৪ কোটি টাকা উদ্ধার হয়েছিল। তো চেয়ারম্যান এত কোটি কোটি টাকা কামালেন সিপিএমের পৌরসভার পৌরপ্রধানরা জানতে পারতেন না ? প্রশ্ন তুললেন দেবাংশু।