'মমতা-সহ তৃণমূলের সব নেতারা জেলে যাবে', ইথিমধ্যেই দাবি জানিয়েছেন দিলীপ-বিকাশরঞ্জন-অধীর-সুকান্তরা, অডিও শুনিয়ে বললেন তৃণমূলের যুব নেতা দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya)। মুশকিলের জায়গাটা, এই যে সবাই বললেন দোষ নেই। তাহলে মমতা চারের বদলে ৮ বললে দোষ কোথায় বোঝালেন দেবাংশু। মমতা তৃণমূলের সুপ্রিমো হিসেবে একথা বলেছেন, মুখ্যমন্ত্রী হিসেবে বলেছেন, দাবি দেবাংশুর।