সম্প্রতি মুখ্যমন্ত্রীর একটি বক্তব্য নিয়ে বিতর্কের ঝড় উঠেছে। বিজেপি নেতা শঙ্কর ঘোষ (Shankar Ghosh) বলেছেন, 'এখন কেউ যদি ঠিকই করে রাখে, কেস দেবে, তাহলে তো আর কিছু করার নেই। যে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন, মঞ্চ থেকে, ওরা চার দিয়েছে, আমি এবার ৮ করব..।' আর ঠিক এই জায়গাতেই অভিযোগে জল ঢাললেন তৃণমূলের যুব নেতা দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya)। মুখ্যমন্ত্রী হিসেবে নয়, তৃণমূল কংগ্রেসের সভানেত্রী হিসেবে বলেছেন। ঠিক যেভাবে বামেদের তরফে বিকাশরঞ্জন ভট্টাচার্যরা রোজ বলেন , তৃণমূলের সবকটা জেলে ঢোকাবো। একইভাবে দিলীপ ঘোষ, তারা মুখ্যমন্ত্রী না প্রধানমন্ত্রী ?'