দেবাংশু (Debangshu Bhattacharya) বলেছেন, 'বিষয়টা হচ্ছে, সিপিএম, বিজেপি, প্রত্যেকটা নেতার বক্তব্য আপনি যদি চালান, প্রত্যেকেই এই কথাটা বলেন, তৃণমূল নেতাদের আমরা জেলে ভরব।' পাশাপাশি 'মমতা (Mamata Banerjee) বলেছেন,তিনমাস পর আপনাদের অফিসারেরা আপনাদেরকেই তাড়া করবে', মনে করালেন দেবাংশু।