দেবাংশু (Debangshu Bhattacharya) বলেছেন, একটা কথা প্র্যাকটিক্যালি আমাদের ভাবতে হবে, প্রথমে আমি খুনের বিষয়টা নিয়ে বলি। ইতিমধ্যেই সিপিএমের একজন নেতা সুশান্ত ঘোষ, তাঁর বিরুদ্ধে খুনের মামলা চলছে। তিনি জেলায় ঢোকার অনুমতি পাননি। কয়েকদিন আগে পেয়েছেন। সিপিএম নেতারা জবার মালা দিয়ে স্বাগত জানিয়েছিলেন।সিপিএম নেতা মনোরঞ্জন পাত্র, যিনি দোষী সাব্যস্থ হয়েছেন।' এরপরেই দেবাংশ বলেন পার্থক্যটা হচ্ছে, সিপিএমের অধিকাংশ সময়, মিডিয়াহীন ও কম্পিউটারহীন যুগ।'