ফের পুলিশকে (Police) হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh))। পুলিশের কাজ বিজেপির মিছিল আটকানো। বিজেপিকে চমকে লাভ নেই। 'পুলিশকে বলছি, চাকরি তোমাকেও করতে হবে, চাকরি ছাড়লে খেতে পাবে না। চোরেরাও জেলে যাবে, তোমাদের কপালে তার থেকে বেশি কষ্ট। রাস্তায় লোকে পুলিশকে মারবে', হুঁশিয়ারি মেদিনীপুরের বিজেপি সাংসদের।