'পরিচালক দেবেশ চট্টোপাধ্যায় একসময় তৃণমূলের ঘনিষ্ঠ ছিলেন। হয়তো এখন দূরত্ব বেড়েছে। আমি জানি না।' মন্তব্য কৌশিক সেনের।ফের শাসকের রোষে নাটক। সংস্কৃতির মঞ্চে ফের নীতি-পুলিশির অভিযোগ ক্ষমতাসীনের বিরুদ্ধে। কল্যাণীর পর এবার নবদ্বীপ। উৎপল দত্ত রচিত ‘ব্যারিকেড’ নাটক মঞ্চস্থ করা নিয়ে বাধা দেওয়ার অভিযোগ উঠল পুরসভার বিরুদ্ধে। এবারও কাঠগড়ায় তৃণমূল। সোশাল মিডিয়া পোস্টে 'চাকদা নাট্যজন'-এর সম্পাদক সুমন পালের অভিযোগ, উৎপল দত্ত রচিত ও দেবেশ চট্টোপাধ্যায় নির্দেশিত ‘ব্যারিকেড’ নাটক বন্ধ করে দেওয়া হল। যা নিয়ে নিন্দার ঝড় সব মহলে।