চার্চের অন্দরেই মায়ের বোধন। সর্ব ধর্ম সমন্বয়ের নজির ওয়াটারলুর পুজোয়। ২০১৮ থেকে এমানুয়েল ইউনাইটেড চার্চে হয় পুজো। পুষ্পাঞ্জলি থেকে সন্ধিপুজো, অংশ নেন চার্চের ফাদারও।