আজ ষষ্ঠী ( Sasthi ) । দেবীর ( Durga Puja 2023 ) বোধন। সপরিবারে উমার পিতৃগৃহে আগমনের দিন৷ বোধনের পর দেবীর অধিবাস৷ বিল্ববৃক্ষের তলায় দেবীর আরাধনা৷ গণেশ, কার্তিক, লক্ষ্মী, সরস্বতী-সপরিবারে একরাত সেখানেই থাকবেন মা দুর্গা৷ সপ্তমীর সকালে পা দেবেন বাপের বাড়িতে৷