Kolkata Durga Puja: আজ বিজয়া দশমী। শেষ বেলায় সিঁদুর খেলে মাকে বিদায় জানালেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। প্রতীক্ষা আরও একটি বছরের। আবার এসো মা। মুদিয়ালি ক্লাবের পুজো মণ্ডপে দেবীবরণও করেন অভিনেত্রী অপরাজিতা।