Sajal Ghosh: আজ সন্তোষ মিত্র স্কোয়ারের প্রতিমা বিসর্জন। 'বিসর্জন যাত্রা নয়, হবে পরিবর্তন যাত্রা, হুঙ্কার সজল ঘোষের। পরিবর্তন যাত্রায় চাকরিহারা, ডিএ আন্দোলনকারী, বিচার না পাওয়া মানুষদের সামিল হতে আহ্বান। পরিবর্তন যাত্রায় বিনাশ হোক বাংলার অসুর, কটাক্ষ বিজেপি নেতা সজল ঘোষের। 'বাংলার অসুর শক্তির বিনাশ হোক, হবে পরিবর্তন যাত্রা'। 'বাংলায় অনেক কয়লা অসুর, চাকরি চোর অসুরে ভর্তি'। 'এই যাত্রাকে আমরা পরিবর্তন যাত্রা হিসাবে তুলে ধরব'। 'এই নিরঞ্জন যাত্রার মধ্যে দিয়ে বাংলার মানুষের পরিবর্তন হবে'। 'মে মাস থেকে পুলিশ চিঠি পাঠিয়েছে'। 'পদে পদে পুজোয় বাধা দিয়েছে পুলিশ ও রাজ্য সরকার'।