Durga Puja 2025: ৭৯ তম বছরে এবার পদার্পণ করল নর্থ বম্বে সর্বজনীনের এবছরের দুর্গাপুজো। মণ্ডপে হাজির সুনীল শেট্টি, প্রীতম-সহ একঝাঁক তারকা। উৎসবের আমেজে গা ভাসালেন তাঁরাও। জমজমাট চাঁদের হাট মুম্বইয়ের নর্থ বম্বে সর্বজনীন দুর্গাপুজো সমিতির পুজো মণ্ডপে।