Kolkata Durga Puja: আজ বিজয়া দশমী। কৈলাসে ফিরছেন উমা। বাতাসে বিষাদের সুর। একরাশ মন খারাপ নিয়ে প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতিতে পুজো উদ্যোক্তারা। পুজোর কয়েকদিন কেটেছে একেবারে অন্যরকমভাবে। কিন্তু সময়ের নিয়মে এল দশমী (Dashami)। মনে একরাশ বিষণ্ণতা নিয়ে, উমাকে বিদায় জানানোর পালা। প্রবল বৃষ্টিকে উপেক্ষা করেই ভারত ও বাংলাদেশ সীমান্তের ইছামতী নদীতে চলছে প্রতিমা নিরঞ্জন, ভিড় জমিয়েছেন প্রচুর মানুষ। টাকির রাজবাড়ি ঘাটে চলছে নিরঞ্জন।