Janbazar Rashmoni house জানবাজারে রানী রাসমণির বাড়িতেও মহাসমারোহে অনুষ্ঠিত হল কুমারী পুজো। চিরাচরিত রীতি মেনে প্রতি বছরের মতো এবারেও নবমীতে আচার মেনে পালিত হল কুমারী পুজোর অনুষ্ঠান। দেবীকে মৃন্ময়ী রূপে আরাধনার পাশাপাশি কুমারীর মধ্যে দিয়ে মাতৃরূপ দর্শন। এই প্রথা মেনেই প্রতিবারের মতো এবারও রানী রাসমণির বাড়িতেও কুমারী পুজোর আয়োজন করা হয়েছে। Durga Puja 2025