Kolkata Durga Puja: গঙ্গার বিভিন্ন ঘাটে শুরু হয়েছে বিসর্জনের প্রস্তুতি। দূষণ রোধে তত্পর কলকাতা পুরসভা। বিসর্জন শুরুর আগে বাবুঘাটে পরিদর্শনে যান কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। আজ বিজয়া দশমী। সকালে বেলুড়মঠে হয় দশমী পুজো। রীতি মেনে ঘট বিসর্জনের পর দর্পণে হয় দেবী দর্শন।