Sovabazar Rajbari: আনন্দ, উৎসব, উদযাপন শেষে বিষাদের সুর। হই, হুল্লোড়, আড্ডা, দেদার প্যান্ডেল হপিংয়ের পর মনের কোনে এক চিলতে বিষণ্ণতা। আজ বিদায়ের বিজয়া দশমী। ছেলেমেয়ে নিয়ে বাপের বাড়ি থেকে কৈলাসে পাড়ি দেবেন উমা। দেবী বরণ, সিঁদুর খেলার পর প্রতিমা নিরঞ্জন। কোলাকুলিতে শুভেচ্ছা বিনিময়, মিষ্টিমুখ। ফিরে যাওয়া দৈনন্দিন জীবনে। আবার এক বছরের অপেক্ষা।