TMC News: শাসকের নজরেও ছাব্বিশের ভোট। রবিবার থেকে ব্লকে ব্লকে বিজয়া সম্মিলনী, থাকবেন বিধায়ক-সাংসদ-মন্ত্রীরা। লক্ষ্য জনসংযোগ, তৃণমূল সূত্রে খবর। বিজেপিকে নকল, কটাক্ষ সুকান্তর। আগামী কাল রাজ্য সরকারের পুজো কার্নিভালআগামী কাল রাজ্য সরকারের পুজো কার্নিভাল। রেড রোডে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রস্তুতি খতিয়ে দেখতে এলেন মুখ্যসচিব মনোজ পন্থ। প্রস্তুতিপর্বে আছেন ডিসি ট্রাফিকও। অনুষ্ঠানস্থলে এলেন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী ইন্দ্রনীল সেন।