Durgapur News: দুর্গাপুর নির্যাতনকাণ্ডে এবার সিবিআই তদন্তের দাবি জানাল নির্যাতিতার পরিবার। এদিকে আজই ফোন করে হাসপাতালে চিকিৎসাধীন নির্যাতিতার সঙ্গে কথা বললেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। এদিনই, দুর্গাপুর গণধর্ষণে অভিযুক্ত একজনকে নিয়ে ঘটনাস্থলে গিয়ে পুনর্নির্মাণ করল পুলিশ। এরই পাশাপাশি, IQ সিটি ফাউন্ডেশনের তরফে বিবৃতি দিয়ে বলা হল পড়ুয়ারা হস্টেলের কোনও নিয়ম ভাঙেনি। নির্দিষ্ট সময়ের মধ্যেই তাঁরা বাইরে গেছিল। এরই মধ্যে আবার দুর্গাপুরের এই হাসপাতালে ওড়িশার বিজেপির প্রতিনিধিদের যাওয়া নিয়ে বাঁধল ধুন্ধুমারকাণ্ড।