ঝাড়খণ্ডে তুমুল বৃষ্টি, জল ছাড়ছে DVC। মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে ছাড়া হচ্ছে জল। সকাল থেকে প্রচুর জল ছাড়া হচ্ছে। দামোদরের নিম্ন অববাহিকা প্লাবিত হওয়ার আশঙ্কা।