ধূপগুড়ির জয়ী প্রার্থীর শপথ ঘিরে ফের রাজ্য-রাজ্যপাল সংঘাত। শপথের তারিখ চূড়ান্ত করতে মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যপালকে আজ ফের চিঠি দিচ্ছেন শোভনদেব চট্টোপাধ্যায়। এর আগে চিঠি দিয়েও মেলেনি উত্তর, দাবি পরিষদীয় মন্ত্রীর। এর আগে শনিবার রাজভবন ধূপগুড়ির জয়ী প্রার্থী নির্মলচন্দ্র রায়ের শপথের আয়োজন করে। যদিও শোভনদেবের দাবি, এ ব্যাপারে খোদ নির্মলচন্দ্র রায়কেই কিছু জানানো হয়নি। শপথ গ্রহণকে ঘিরে এই টানাপোড়েনের জেরে ধূপগুড়ি বিধানসভার উন্নয়নের কাজ থমকে রয়েছে বলে পরিষদীয় মন্ত্রীর দাবি। সাম্প্রতিককালে বেশ কয়েকজন জয়ী প্রার্থীর শপথ গ্রহণ ঘিরে রাজ্য-রাজ্যপাল সংঘাত বাধে। তার জেরে ভোটে জেতার প্রায় একমাস পর শপথ নেন সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাস।