ED Raid: সল্টলেকে সুজিত বসুর অফিস ও দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যানের লেকটাউনের বাড়িতে ED-র হানা। লেকটাউনে দমকলমন্ত্রী সুজিত বসুর রেস্তোরাঁর পর এবার নজর মন্ত্রীপুত্রর ধাবায়। গোলাঘাটায় মন্ত্রী সুজিত বসুর ছেলের ধাবায় গিয়েছেন ইডির আধিকারিকরা।