তাহেরপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাস্থলে চরম বিশৃঙ্খলা। তুমুল ভিড়, বারবার ঘোষণা করে ভিড় সামাল দেওয়ার চেষ্টা। VVIP গেট, ব্যারিকেড ভেঙে সভাস্থলের ভিতরে একের পর এক দর্শক। প্রধানমন্ত্রীকে এক ঝলক দেখতে দূর থেকে আসা মানুষের ঢল সভাস্থলে।