Fire News: ফের শহরে আগুন, এবার আগুন ঢাকুরিয়ায় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শাখায়। আগুন নেভাতে লড়াই দমকলের ৬টি ইঞ্জিনের । ১৪ নম্বর গড়িয়াহাট সাউথ রোডে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে । এলাকায় ঘন জনবসতি থাকায় অগ্নিকাণ্ড ঘিরে আতঙ্ক । শট সার্কিট থেকে আগুন ? খতিয়ে দেখছে পুলিশ।