এসআইআর অত্যন্ত প্রয়োজন। সময়ে সময়ে তা করা উচিত। এমন কথাই 'ঘন্টা খানেক সঙ্গে সুমন'-এ বললেন আইনজীবী ফিরদৌস শামিম। তাঁর কথায়, 'ধরুন একজন মানুষ নিজের জীবদ্দশায় এলআইসির প্রিমিয়াম দিতেন। তিনি মারা যাওয়ার পর, তাঁর সন্তান ডেথ সার্টিফিকেট নিয়ে ইনসুরেন্স কোম্পানির কাছে পৌঁছে যান। যে এই নিন বাবার ডেথ সার্টিফিকেট, তাঁর জমানো টাকাটা দিন। কিন্তু আমাদের সমাজে কতজন মানুষ আছে, যাঁরা তাঁদের বাবা, মা, নিকটজনকে হারালে তাঁর নাম বাদ দেওয়ার জন্য নির্বাচন আধিকারিকের কাছে পৌঁছে যান? যান না। সেই জন্যই সময়মতো এই ইনটেনসিভ রিভিসন করা উচিত। ধরুন যদি না করা হত, তা হলে এই যে ৫৭ লক্ষ নাম যে বাছাই হয়েছে, যাদের মধ্যে মৃত-নিখোঁজ-স্থানান্তরিত ভোটাররা ছাব্বিশের নির্বাচনে দিব্বি এসে ভোট দিয়ে যেত। নাম বাদ পড়ার পড় যে সংখ্যাটা থাকত, ধরুন ৪০ লক্ষ। সেই ৪০ লক্ষ ভোট কোনও না কোনও দল পেয়ে যেত।'