১৯৮০ সালের ১৬ অগস্টের ঘটনা নিয়ে বামেদের বিরুদ্ধে তৃণমূল ইতিমধ্যেই আক্রমণ শুরু করে দিয়েছে। ১৬ অগস্ট মোহনবাগান-ইস্টবেঙ্গলের ডার্বি ম্যাচ ছিল। মোহনবাগানের বিদেশ বসু আর ইস্টবেঙ্গলের দিলীপ পালিতের মাঠের মধ্যের উত্তেজনা মুহূর্তে ছড়িয়ে গিয়েছল ইডেনের রঞ্জি স্ট্যান্ডের অংশে। ভয়ঙ্কর এই ঘটনায় ১৬ জন ফুটবলপ্রেমী ওখানে মারা গিয়েছিলেন। ৪৫ বছর পর তৃণমূল কংগ্রেসের প্রশ্ন, সে সময় কোন ক্রীড়ামন্ত্রী পদত্যাগ করেছিলেন, কোন রাজ্য পুলিশ শোকজ হয়েছিল তখন? কৌস্তভ চট্টোপাধ্যায় বলেন, 'যে কোনও ঘটনাতেই বামফ্রন্ট সরকারকে টেনে আনা তৃণমূল কংগ্রেসের অভ্যাস। আসলে যেটা আমরা দেখলাম উদ্র দুর্গন্ধযুক্ত দুর্নীতিগ্রস্ত ভিআইপি কালচার। বাংলার মানুষের মাথা হেঁট করে দিল। অরূপ বিশ্বাসের নাম এখন হয়েছে ছবি বিশ্বাস। মেসি যেন ওনার মাসতুতো ভাই। যেভাবে জড়িয়ে ধরছিলেন। এসব ভাল। কিন্তু বাংলার ক্রীড়াপ্রমী, ফুটবলপ্রেমীদের মাথা হেঁট হল।'