শুধু বাংলায় নয়, এসআইআর যত এগিয়েছে বাংলা ছাড়াও নানা রাজ্যে বিএলওদের মৃত্যুর খবর সামনে এসেছে। তৃণমূলের কৃশানু মিত্র বলেন, 'এসআইআর নিয়ে নৈরাজ্য শুধু কি বাংলায় হচ্ছে? প্রথমে বিজেপি নেতাদের মুখে শুনছিলাম, শুধু বাংলাতে হয়। বিএলওরা বাংলাতেই বেশি বিপদে পড়ছে। তৃণমূল নাকি বিএলও নিয়োগ করেছে। অন্যান্য রাজ্যতে এমনকি বিজেপি শাসিত গুজরাটে আমরা দেখলাম কত জন বিএলও মারা গিয়েছে, উত্তরপ্রদেশে দেখলাম কতজন বিএলও মারা গিয়েছে। যাঁরা নিরপেক্ষ পর্যবেক্ষক তাঁরাও বলেছেন, এসআইআর কোথাও বাংলাকেন্দ্রিক। যোগেন্দ্র যাদব বলেছেন, বিহার ছুতো, আসল হচ্ছে বাংলা। কারণ বাংলায় গণতান্ত্রিক ভাবে জেতা যাচ্ছে না।'