অরূপ বিশ্বাসের ইস্তফা, যুবভারতীকাণ্ডে রাজীব কুমার, বিধাননগরের সিপিকে শোকজ। সাসপেন্ড বিধাননগরের ডিসিপি অনীশ সরকার। ক্রীড়া দফতরের প্রধান সচিবকেও শোকজ। এইসকল প্রসঙ্গে ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে নজরুল ইসলাম বলেন, 'এটাকে মোটেই কঠোর পদক্ষেপ মনে করছি না। এই পদক্ষেপ এই অফিসারদের বাঁচানোর পদক্ষেপ। ল অ্যান্ড অর্ডার ডিউটি সাদা পোশাকে হয় না ইউনিফর্ম পরে যেতে হয়? রাজীব কুমার তা হলে ডিউটি করেত যায়নি সেদিন। সাদা পোশাকে গিয়েছিলেন, হয় ১০ লাখের টিকিট কেটে গিয়েছিলেন, না হয় বেআইনি ভাবে গিয়েছিলেন।'