সুমনবাবু আমরা ছাত্রাবস্থায় একটা বই পড়তাম সিটি অফ জয়। সিটি অফ জয়টা ল্যারি কমিন্স অ্যান্ড ডোমিনিক ল্যাপিয়ার লিখেছিলেন। সেই বইটার প পরে আজ এতদিন চাকরি-বাকরি করার পরে আমার মনে হচ্ছে যে এটা হচ্ছে সিটি অফ ব্যারিকেড এবং সিটি অফ চেন। কলকাতা পুলিশের সম্মান কোথায় নামিয়ে নিয়ে এসেছে এরা? এই ক্যালকাটা পুলিশকে যেখানে শিরদাঁড়া উপহার দেয় জুনিয়র ডাক্তাররা। সেদিন লজ্জা করেনি শিরদাঁড়া উপহার নেওয়ার জন্য। আমি যদি কলকাতার পুলিশ কমিশনার থাকতাম তাহলে কখনই ডাক্তারদের থেকে শিরদাঁড়া উপহার নিতাম না। আই উইল বেটার রিজাইন। কিন্তু, এই বীরপুঙ্গবরা সেটা অ্যাকসেপ্ট করেছে। করে প্রমাণ করে দিয়েছে যে এরা দলদাস।