ফলতায় বিশেষ রোল অবজারভার সি মুরুগানকে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূলের কর্মী সমর্থক মহিলারা। প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্য এই প্রসঙ্গে 'ঘন্টাখানেক সঙ্গে সুমন'-এ বলেন, 'পরশু কোচবিহার রাসমেলার ময়দানে শাসক দলের রাজনৈতিক সভাতে পরিষ্কার বলে দিয়েছেন, আপনারা কেউ আগে যাবেন না, মহিলারা আগে যাবেন। হাতে যা কিছু পাবেন তা নিয়ে সামনে দাঁড়িয়ে থাকবেন। কিন্তু এটা যে এত তাড়াতাড়ি ঘটবে, মানে ৪৮ ঘণ্টাও পার হল না, আর আজ ফলতায় দেখুন কী অবস্থা! আমার মতে, রাজ্য সরকারের রাজ্য পুলিশ কী কারণে ছিল? লোক দেখানোর জন্য। আমার মনে হয় একজন সিনিয়র আইএএস অফিসার হিসেবে মুরুগানের এখনই অভিযোগ দায়ের করা উচিত। একটা এফআইআর করা দরকার। কারও নাম দিতে হবে না।'