GHANTA KHANEK SANGE SUMAN: আগামী সপ্তাহেই রাজ্যে শুরু SIR, তার আগেই সপ্তমে সংঘাত। 'অফিসারদের হুমকি দিচ্ছে নির্বাচন কমিশন', বিস্ফোরক মুখ্যমন্ত্রী । 'SIR হলেই বাদ যাবে ১ কোটির বেশি নাম', আক্রমণে শুভেন্দু থেকে শান্তনু। জেলায় জেলায় বৈঠকে কমিশন, 'ভোট কাটার চক্রান্ত', পাল্টা তৃণমূলনেত্রী। 'SIR-এ আপত্তির কী আছে?', তৃণমূলের অবস্থানের সম্পূর্ণ উল্টো সুর সৌগতর। সতর্ক করছে নির্বাচন কমিশন, হুমকি দিচ্ছে রাজ্য সরকার। সংঘাতের মাঝে পড়ে চিঁড়ে-চ্যাপ্টা বুথ লেভেল অফিসাররা। খগেন মুর্মুর ওপর হামলায় ধৃত ৫, 'FIR-এর অভিযুক্তদের কী হল', প্রশ্ন বিজেপির ।