Ghanta Khanek Sange Suman: পুর-দুর্নীতি মামলায় দমকলমন্ত্রীর অফিস, রেস্তোঁরায় ED-র তল্লাশি। মন্ত্রীর ছেলের ধাবাতেও গোয়েন্দা অভিযান, নজরে ব্যবসায়ী-অডিটরও। এজেন্সির ভূমিকায় বিরক্ত খোদ রাজ্য বিজেপিই। 'তদন্তের দীর্ঘসূত্রিতায় মানুষ হতাশ, আমরাও বিরক্ত,' ক্ষোভ উগরে দিলেন শমীক ভট্টাচার্য। 'ভোটের আগে এজেন্সি দিয়ে চাপে রাখার চেষ্টা,' আক্রমণ সুজিত বসুর। 'CEO-র দুর্নীতি সামনে আনুন, নাহলে বুঝব SIR-কে ভয় পাচ্ছেন'। CEO-কে আক্রমণ নিয়ে মুখ্য়মন্ত্রীকে চ্যালেঞ্জ শুভেন্দু অধিকারীর। 'সময় হলেই প্রকাশ করব', কালই জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।